এরআগে পুর নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েনি এই দলটি।শনিবার দলের নেতা হাগরামা মহিলারি ফেসবুকে লিখেছেন, ‘অসমের উন্নয়ন, শান্তি এবং দুর্নীতি মুক্ত সরকার গড়তে মহাজোটের সঙ্গে হাত মেলাল বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট। বিজেপির সঙ্গে কোনও জোট বা বন্ধুত্ব থাকছে না। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়বে বিপিএফ’।বড়ো ল্যান্ডের চার জেলায় ১২টি আসনে লড়বে বিপিএফ।