স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।।
বড়জলা বিধানসভা পেলো রেভিনিউ সার্কেল৷ এলাকার বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জ্ঞাপন করেন৷ বড়জলা এবং লঙ্কামুড়া তহশিল নিয়ে গঠিত হচ্ছে রিভিনিউ সার্কেল৷ দীর্ঘদিন ধরে লঙ্কামুড়ার বাসিন্দাদের মোহনপুর এসডিএম অফিসে যেতে হতো৷ আসা যাওয়ায় প্রচুর খরচ হতো৷
স্থানীয় বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মুখমন্ত্রী বিপ্লব কুমার দেবের সহায়তায় এই এলাকার মানুষের ভোগান্তির নিরসন হতে চলেছে৷ এ মর্মে কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সার্কেলের তৈরি হতে চলেছে বড়জলায়৷
এলাকার বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস এই ভোগান্তির নিরসনে সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন৷ এই সময়ের মধ্যে রাজ্য সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রচার জারি আছে বিজেপির৷