৩১ মার্চ পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। দেশে করোনা সংক্রমণ ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান -এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। চলতি বছরের আগামী ৩১ মার্চ অবধি সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বজায় রাখা হল। এই মর্মে শুক্রবার ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন -এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। গতবছরের মার্চ মাসের ২৩ তারিখ থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে অন্তর্দেশীয় উড়ান চালু হলেও বন্ধই ছিল আন্তর্জাতিক উড়ান।

কেবল ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে “এয়ার বাবল”-এর ব্যবস্থা করা হয়। এছাড়াও “বন্দে ভারত মিশন”-এর মাধ্যমেও ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনা হয়।গতকাল উড়ান মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “২৬ জুন ২০২০ নির্দেশিকায় সামান্য কিছু পরিবর্তন আনা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ অবধি বৃদ্ধি করল। তবে নির্দিষ্ট কিছু রুটের আন্তর্জাতিক উড়ানে ছাড় দেওয়া হয়েছে।” এই নির্দেশিকাতেই বলা হয়েছে, কার্গো ও বিশেষ উড়ানগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?