বুধবার সায়নী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখান। এতে বেজায় চটে যান শ্রীলেখা। সায়নী ঘোষের রাজনৈতিক মতাদর্শ বদলকে ভালো চোখে মেনে নিতে পারেননি তিনি। আক্ষেপ করে এ অভিনেত্রী বলেন, ‘কেন এই রাজনৈতিক রং-বদলের দিনে সায়নীও বিক্রি হয়ে গেলেন!’ ‘ভবিষ্যতের ভূত’ সিনেমা প্রদর্শন নিয়ে যখন টলিউডের বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন, সেই দলে শামিল ছিলেন সায়নী ঘোষও। তখন তিনি তীব্র সমালোচনা করেছিলেন মমতার।
সেই তিনিই কিনা এবার ঘাসফুল শিবিরে নাম লেখালেন, এতে হতবাক অন্য অনেকের মতো শ্রীলেখাও। কয়েক দিক আগেই, রাজনৈতিক দল-বদলের পালাকে কটাক্ষ করে শ্রীলেখা বলেছিলেন, ‘সেল… সেল… তারকাদের বিক্রি আছে, কিন্তু শিল্পীদের নয়!’ তবে স্পষ্ট জানিয়েছিলেন, ‘বাম শিবিরের পক্ষ থেকে কোনও প্রস্তাব এলে, যদি তিনি কনভিনসড হন, তাহলে বাম শিবিরে যোগ দেবেন।’