স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ আর ভাড়া বৃদ্ধির খবর পেয়ে বাস মালিকরা যান ধর্মঘটের ডাক দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে কয়েক ঘণ্টার মধ্যে৷
বৃহস্পতিবার পড়ন্ত বিকালে সাংবাদিক সম্মেলন ডেকে ভাড়া বৃদ্ধি না হলে ২৬ ফেব্রুয়ারি থেকে বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস মালিকরা৷ সন্ধ্যায় আবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় তারা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে৷
কেননা, পরিবহনমন্ত্রী ফোন করে জানিয়েছেন, যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে সুতরাং তারা যেন তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ যাত্রী ভাড়া বাড়ানোর খবর পেয়ে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো৷ এদিকে ভাড়া বৃদ্ধির খবর ছড়িয়ে পড়তে যাত্রী সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
এমনিতেই অর্থনৈতিক অবস্থার নিরীখে যাত্রী সাধারণের নাভিশ্বাস উঠেছে৷ এবার বাড়লো ভাড়া৷ তার সাথে খুচরোর অজুহাতে অতিরিক্ত টাকা যানবাহন চালকরা যাত্রী সাধারণের কাছ থেকে আদায় করবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷