স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আয়োজিত সামাজিক অধিকারিতা শিবির অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ারচন্দ গেহলটের উপস্থিতিতে দিব্যাঙ্গজন ও বর্ষীয়ান ব্যক্তিদের জীবনযাপনের সামগ্রী বিতরণ করা হয়।
অস্থায়ী কম্পোজিট রিজিওনাল সেন্টার স্থায়ী করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই জমি চিহ্নিত করেছে।
সেখানে বিল্ডিং নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ২০ কোটি টাকা অনুমোদনের ঘোষণা করেছেন। সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার দিব্যাঙ্গজনদের বিষয়ে কোনও গুরুত্বই দেয়নি। নতুন সরকার সমস্ত ক্ষেত্রে দিব্যাঙ্গজনদের ৪ শতাংশ সংরক্ষণ করেছে। তাঁদের জীবনযাপনের মানোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে।
https://www.facebook.com/bjpbiplab/videos/1011297779277958/