স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। বিশ্বের সব চাইতে বড় দল বিজেপি। আর সেই দলের একজন কার্যকর্তা হিসাবে গৌরবান্বিত তিনি। ১৮ কোটি সদস্য এই দলে রয়েছেন। দেশের জন্য কাজ করে যাচ্ছে এই দল। প্রথমে দেশ , এরপর দল, এই মানসিকতা থাকা দরকার দলের কার্যকর্তাদের মধ্যে। এভাবেই দেশ এগুবে।
ত্রিপুরায় বিজেপি সরকার অনেক ভালো করছে। আগামী দুই বছরের মধ্যে রাজ্যের মানুষ এই পরিবর্তন অনুভব করবে। বিজেপি-তে প্রতি বর্গকে সাথে নিয়ে চলার মানসিকতা রাখে। তাদের সমস্যা গুলি অনুধাবন করে এই মোর্চা গুলির মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিয়ে তা নিরসনের চেষ্টা করা হয়।
শুক্রবার বিজেপি-র প্রদেশ কার্যালয়ে এস সি মোর্চার উদ্যোগে জনপ্রতিনিধি সংকল্প বৈঠকে অংশ নিয়ে একথা বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী থাওরচন্দ গেলথ। রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার গঠিত হয়েছে।
প্রদেশ, জেলা, মণ্ডল, বুথ স্তর পর্যন্ত সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে হবে। ত্রিপুরাকে আদর্শ রাজ্য হিসাবে গড়ে তোলা হচ্ছে। এই ক্ষেত্রে এস সি- সম্প্রদায়ের জনপ্রতিনিধিদের ভূমিকা নিতে হবে।
অনেক কাজ হয়েছে। কেন্দ্রীয় সরকার এস সি- সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড ৫ গুন বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সমস্ত জাতির উন্নয়নের জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার বলে জানান।
https://www.facebook.com/841110256013562/videos/1381268412223815/
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য, বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, রাজ্য সাধারন সম্পাদক পাপিয়া দত্ত, এস সি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ অন্যান্যরা।