সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। গুণগত শিক্ষা অর্জন করে সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। তাহলেই তাদের শিক্ষা সার্থকতা পাবে। রাজ্য, দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের ছাত্রছাত্রীদের উপর। আজ উমাকান্ত একাডেমি আয়োজিত কৃতি সম্বর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর উমাকান্ত একাডেমিতে এসেছিলেন। এটাই এই বিদ্যালয়ের সার্থকতা। রাজ্যে শিক্ষার গুণগতমান উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃতে নতুন সরকার ৩৯টি নতুন সংক্কার এনেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে প্রকৃত মানুষ হিসাবে গডে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের আদর্শে প্রকৃত মানুষ হিসাবে সমাজ কল্যাণে এগিয়ে আসার আহান জানান। অনুষ্ঠানে বিধায়ক ডা. অতুল দেববর্মা বলেন, জ্ঞান অর্জনের জন্য সংযমী হওয়া প্রয়োজন।

তিনি বলেন, যারা সংযমী তারাই আজ কৃতি। ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সফলতা পেয়ে সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারলে তবেই জীবনের সার্থকতা আসবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক গৌতম মজুমদার, সভাপতিত্ব করেন উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজেশ দেববর্ষা।

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/235428068250575/

অনুষ্ঠানে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ড করা ৬ জন ছাত্রকে কৃতি সম্বর্ধনা ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ১৬ জন ছাত্র কে মেধাবৃত্তি প্রদান করা হয় এবং সহচরী দেবী, তুহিন স্মৃতি, অজয় স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?