অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। জো রুটের ক্যারিয়ারে যেন বসন্ত বইছে। ব্যাট হাতে দুর্দান্ত সময় তো পার করছেনই, নজর কাড়লেন এবার বোলিংয়েও।
আহমেদাবাদে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। সেটাও মাত্র ৬.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায়।
স্পিনার হিসেবে সবচেয়ে কম রান দিয়ে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি এখন ইংলিশ অধিনায়কের দখলে।
জো রুটের ক্রিকেট ক্যারিয়ারের এটিই সেরা বোলিং। শুধু টেস্ট ক্যারিয়ারে নয়, এর আগে কখনো কোনো ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ কিংবা টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট পাননি তিনি।
টেস্ট তো দূরের কথা, প্রথম শ্রেণির ক্রিকেটে ২ ইনিংস মিলিয়েও ৫ উইকেট নেওয়ার নজির ছিল না তার।
১৯৮৩ সালে বব উইবলসের পর প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করলেন রুট।
সার্বিকভাবে অধিনায়ক হিসেবে টেস্টে সবথেকে কম রানে ৫ উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রুট। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারই স্বদেশি আর্থার গিলিগন ৭ রানে ৬ উইকেট দখল করেন।
এরপরও অবশ্য ম্যাচটা ভুলে যেতে চাইবেন জো রুট। দিবারাত্রির এই টেস্টে মাত্র দুই দিনেই ১০ উইকেটে হেরেছে তার দল।