এডিসি নির্বাচনের আগে পুলিশে রদবদল অব্যাহত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। এডিসি নির্বাচনের আগে পুলিশে রদবদল অব্যাহত রয়েছে৷ এ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আইন-শৃঙ্খলা জনিত অবস্থা যে সমস্ত জায়গায় একেবারে মুখ থুবরে ত্রিপুরা পড়েছে সেখানে যথাযথ দায়িত্ব পালন করার জন্য নতুন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷

পাহাড়ে হোক কিংবা সমতলের সব জায়গায় পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে৷বুধবার দপ্তরের নির্দেশমুলে এয়ারপোর্ট থানার ওসিকে বদলি করা হয়েছিল৷ একই দিন চাম্পাহাওর থানার ওসিকে বদলি করা হয়েছিল৷

এনএলএফটি জঙ্গী সম্পর্কিতএকটি মামলায় থানার পুলিশের কাছ থেকে জঙ্গি সহযোগীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বদলি হয়ে ছিলেন ওই থানার ওসি৷
খুব কম সময়ের মধ্যে রাজ্যে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে৷এ ক্ষেত্রে লক্ষণীয় বিষয় এটাই উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে রদবদল জোরকদমে রয়েছে৷

এরই মধ্যে বৃহস্পতিবার দপ্তরের নির্দেশ মূলে বদলি হয়েছেন পানিসাগর, কাঞ্চনপুর, খােয়াই-এর এসডিপিও৷ সূত্রে খবর, পানিসাগরের এসডিপিও অভিজিৎ দাসকে দশম ব্যাটিলিয়ানের অ্যাসিস্টেন্ট কমাডেন্ট পদে বদলি করা হয়েছে৷

অন্যদিকে, দশম ব্যাটিলিয়নের অ্যাসিস্টেন্ট কমাডেন্ট সৌভিক দে পানিসাগরের এসডিপিও ’’র দায়িত্ব সামলাবেন৷ ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি প্রণব দেবনাথকে কাঞ্চনপুরের এসডিপিও পদে বদলি করা হয়েছে৷ অন্যদিকে, কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুভদাসকে খােয়াইয়ের ট্রাফিকের ডিএসপির দায়িত্ব দেওয়া হয়েছে৷

খােয়াই’র এসডিপিও শংকর দাসকে নবম ব্যাটিলিয়ন টিএসআরে পাঠানাে হয়েছে৷ সিপাহীজলার ডিএসপি রাজীব সূত্রধরকে খােয়াই  এসডিপিও’’র – দায়িত্ব দেওয়া হয়েছে৷ অন্যদিকে, পিএইচকিউ থেকে ডিএসপি মানবেন্দ্র চৌধুরীকে সিপাহীজলার ডিএসপি হিসাবে বদলি করা হয়েছে৷

বিলােনিয়া থানা থেকে এসআই স্মৃতিকান্ত বর্ধনকে সাক্রম থানায় বদলি করা হয়েছে৷ এক্ষেত্রে জানা গেছে বিলোনিয়া থানার ওসি স্মৃতি কান্ত বর্ধনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল থানা এলাকার লোকজনের মধ্যে৷ তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে থানায় প্রচুর মামলা নিষ্পত্তি বিহীন পড়েছিল৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?