তার মাঝেই বুধবার এলো টিজার। মুম্বাইয়ের নিষিদ্ধ পাড়া কামিথাপুরার প্রেক্ষাপটে বলা হচ্ছে, এখানে কোনো রাতই চাঁদহীন থাকে না। এরপর ফ্রেমে পদার্পণ আলিয়া ওরফে গাঙ্গুবাঈ-এর। সে নিজেকেই চাঁদ দাবি করে। এরপর দর্শককে চোখের পলক ফেলতে না দিয়ে আসে একের পর দৃশ্য। গাঙ্গুবাঈ নাচছে, কাউকে থাপড় দিচ্ছে বা লাথি মারছে, তাকে দেখা যায় ক্ষমতার আসনে, মানুষকে উদ্দীপ্তও করছে।
টিজারের সবচেয়ে বড় দিক হলো, সঞ্জয় লীলা বানসালির নিরীক্ষা দর্শককে কৌতূহলী করে তুলছে এবং তিনি নিজের ইউএসপি জোন থেকে অনেকটা সরে এসেছেন। আবহসংগীত মেজাজের দিক থেকে বেশ সতেজ, ঘরানা হিসেবে সঞ্জয়ের আগের কাজ থেকে আলাদা। হুসাইন জায়েদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। টিজার থেকে আরও জানা গেল চলতি বছরের ৩০ জুলাই মুক্তি পাবে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।