অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। মাত্র দুদিনেই আহমেদাবাদ টেস্টের ফয়সালা হওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক জো রুট পিচ নিয়ে নাখোশ হলেও কোনো দোষ খুঁজে পাচ্ছেন না বিরাট কোহলি।
দিবা-রাত্রির ম্যাচে বৃহস্পতিবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। মাত্র ৮৪২ বল স্থায়িত্বের তৃতীয় টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
ম্যাচ শেষে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সম্পর্কে রুটের বিশ্লেষণ, ‘উইকেট কেমন ছিল তা এতেই বোঝা যায় যে, সেখানে আমিও ৫ উইকেট পেয়েছি।’
ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে রুটের সঙ্গে সুর মেলালেও উইকেটে কোনো সমস্যাই দেখছেন না কোহলি, ‘সত্যি বলতে, আমার মনে হয়, দুই দলের কেউই মানসম্পন্ন ব্যাটিং করেনি। সবাই খুব তাড়াহুড়ো করেছে এবং দুপক্ষই পরিকল্পনা প্রয়োগ করতে পারেনি। প্রথম দিনে বল দারুণভাবে ব্যাটে আসছিল, কিছু কিছু বল টার্ন করেছে এবং ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। দুই দলের ব্যাটিংই সচরাচরের চেয়ে খারাপ হয়েছে। ’
কোহলি বলেন, ‘উইকেটের দোষ দেয়াটা ঠিক হবে না। দায় নিতে হবে ব্যাটসম্যানদের। ’