৮২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন রোহিত। আজিঙ্কা রাহানে ৩ বলে ১ রানে অপরাজিত। সংস্কারের পর মোতেরা স্টেডিয়ামে এদিন প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াল। ১ লাখ ৩২ হাজার দর্শক সম্বলিত এই স্টেডিয়ামটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। এদিন যে স্টেডিয়ামের নাম রাখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এমন দিনে ভারত খেলেছে দুর্দান্ত ক্রিকেট। প্রথমে স্পিনের মায়াজালে ইংল্যান্ডকে অল্পতেই অলআউট করা। এরপর রোহিত শর্মার ব্যাটে ভর করে ইংল্যান্ডের রানের প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়া। দিনের শেষ ভাগে অবশ্য ভারতের জন্য আফসোস হয়ে থাকবে অধিনায়ক বিরাট কোহলির উইকেট।
কারণ ভালো ব্যাটিং করলেও দিনের একেবারে শেষ ওভারে আউট হন তিনি। ৫৮ বলে ৩ চারে ২৭ রান করেন ভারত অধিনায়ক। এর আগে ইংল্যান্ডের পক্ষে ওপেনার জ্যাক ক্রলি ফিফটি করেন। ইনজুরির কারণে প্রথম দুই টেস্ট খেলতে না পারা এই ওপেনার ৮৪ বলে ১০ চারে ৫৩ রানের ইনিংস খেলেন। বাকি সবার সম্মিলিত রান ৫৩। অতিরিক্ত খাত থেকে আসে ৬ রান। চার ম্যাচের সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৮.৪ ওভারে ১১২/১০ (ক্রলি ৫৩, অক্ষর ৩৮/৬) ভারত প্রথম ইনিংস: ৩৩ ওভারে ৯৮/৩ (রোহিত ৫৭*, কোহলি ২৭, লিচ ২/২৭)।