রোহিতকে ছাপিয়ে ছক্কার রেকর্ডে শীর্ষে গাপটিল

অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড নিজের করে নিয়েছেন মার্টিন গাপটিল। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে ওঠেন নিউজিল্যান্ডের এই ওপেনার। এই সংস্করণে এখন তার ছয়ের সংখ্যা ১৩২টি। তিনি ব্যাট হাতে মাঠে নেমেছেন ৯২ ম্যাচে। দুইয়ে নেমে যাওয়া ভারতের রোহিত ১০০ ইনিংসে মেরেছেন ১২৭ ছক্কা।

ডানেডিনে অজি বোলাররা গাপটিলের বেধড়ক পিটুনির শিকার হন। তবে অল্পের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন তিনি। ৮ ছক্কা ও ৬ চারে তিনি খেলেন ৫০ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস। দুই পেসার মার্কাস স্টয়নিস ও কেন রিচার্ডসন এবং স্পিনার অ্যাডাম জ্যাম্পার ওভারে জোড়া ছক্কা মারেন এই ডানহাতি তারকা। গাপটিলের ইনিংসের ইতিও ঘটে ছক্কা হাঁকাতে গিয়ে।

বল সীমানাছাড়া করে সেঞ্চুরিতে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা ছিল তার। অফ স্টাম্পের বাইরে ড্যানিয়েল স্যামসের ফুল লেন্থের ডেলিভারি মেরেছিলেন সজোরে। সংযোগ ভালো হলেও বল তেমন উঁচুতে ওঠেনি। সীমানার খুব কাছ থেকে দুর্দান্ত ক্যাচ নেন স্টয়নিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশোর বেশি ছয় আছে আরও তিনজনের। তালিকার শীর্ষ পাঁচের বাকিরা হলেন যথাক্রমে ইংল্যান্ডের ওয়েন মরগ্যান (৯৪ ইনিংসে ১১৩ ছয়), নিউজিল্যান্ডের কলিন মুনরো (৬২ ম্যাচে ১০৭ ছয়) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫৪ ম্যাচে ১০৫ ছয়)।

গাপটিলের রেকর্ডের ম্যাচে ছক্কার সেঞ্চুরি ছোঁয়ার হাতছানি ছিল অ্যারন ফিঞ্চের সামনে। তবে ৯৭ ছক্কা নিয়ে ম্যাচ শুরু করে অস্ট্রেলিয়ান অধিনায়ক পারেননি এ দিন কোনো ছক্কা মারতে। গাপটিলের রেকর্ডের দিনে ৪ রানের নাটকীয় জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল স্বাগতিকেরা। জবাবে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে রোমাঞ্চ ছড়িয়ে অজিরা থামে ৮ উইকেটে ২১৫ রানে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?