অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দুটি দেশীয় ভ্যাকসিন অনুমোদন দিয়েছে চীন সরকার। ১.৩ বিলিয়ন মানুষের দেশটিতে এখন পর্যন্ত চারটি ভ্যাকসিন অনুমোদন পেল।
বিবিসি জানিয়েছে, নতুন অনুমোদিত দুটি ভ্যাকসিন উৎপাদন করেছে- ক্যানসিনো বায়োলজিক্যালস ইনকরপোরেটেড এবং চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) সহযোগী প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস।
চীনে চলতি মাসের শুরুতে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল এবং গত বছর সিনোফার্মের বেইজিং ইউনিটের আরেকটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছিল। ক্যানসিনো জানিয়েছে, ডোজের ২৮ দিন পর থেকে তাদের ভ্যাকসিন ৬৫.২৮ শতাংশ কার্যকর।
উহান ইনস্টিটিউট অফ বায়োলজিকসের দাবি, তাদের ভ্যাকসিন ৭২.৫১ শতাংশ কার্যকর। তবে কোনো কোম্পানিই তাদের ডেটার বিস্তারিত প্রকাশ করেনি।
এর আগে ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওস সিনোভ্যাকের করোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
দেশের বাইরে দুই মাসের শেষ ধাপের ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন দুই ডোজে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনের সিনোভ্যাক, সিনোফার্ম ও ক্যানসিনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রমের আওতায় কোভ্যাক্সে এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করছে।