স্বাবলম্বী হওয়ার জন্য কৃষি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। মোহনপুর মহকুমা ভিত্তিক দু’দিনব্যাপী সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে৷ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বামুটিয়ার বেরীমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দু’দিনব্যাপী আয়োজিত সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার সফলতা কামনা করে বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় জড়ো করে দিলেও কেউ সেই সম্পদ দিয়ে কিছুই করতে পারবে না, যদি না সে ব্যক্তি স্বাবলম্বী হয়৷

আর স্বাবলম্বী হওয়ার জন্য ক’ষি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র৷ তাই স্বামীজীর নীতি আদর্শকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেশের ক’ষির বিকাশ ও কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্বারোপ করেছেন৷
সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, সরকারের প্রধান লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা৷ তাই সরকার ক্ষমতায় এসে এই তিন বছরে কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আধুনিক চাষাবাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷

তিনি প্রকৃত কৃষকরা যাতে সমস্ত রকম সরকারি সুুবিধাগুলি পায় সেদিকে ক’ষি দপ্তরের আধিকারিকদের বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান৷ তিনি বলেন, গত তিন বছরে রাজ্যে ২ লক্ষ ৬০ হাজার কৃষককে ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে৷ ২১ হাজার ক’ষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক উত্তম সাহা৷

অনুষ্ঠানে মোহনপুর এলাকার ১৫ জন কৃষককে সয়েল হেলথ কার্ড, ১০ জন কৃষককে ধান মাড়াইয়ের মেশিন দেওয়া হয়৷ ২ জন কৃষককে ভর্তকিতে পাওয়ারটিলারও দেওয়া হয়েছে৷ অতিথিগণ এই সমস্ত কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেন৷ এছাড়া সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার ৭১১ জন কৃষক অংশগ্রহণ করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?