স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। আইপিএফটি দল বিরোধী নয়, জোট বিরোধী বলা যায়। দলের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। সুতরাং উপযুক্ত সময়ে এ ব্যবস্থাগুলি নেওয়া হবে। আইপিএফটি সম্পর্কে এমনটাও বললেন সাংবাদিক সম্মেলন করে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
ভারতীয় জনতা পার্টি লক্ষ্য নির্বাচন নয়। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য মানুষের কাছে উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়া। আর হোক সেটা জোটে থেকে আর এককভাবে। কিন্তু আইপিএফটি কি করবে তারা তাদের সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। বিজেপি তার অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে।
কারণ আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে আইপিএফটি -কে ডাকা হলে তারা আসছে না। কিন্তু জোট এখনো বজায় আছে। জোটে থেকে তারা যেসব কার্যকলাপ করছে সে সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তারা উপযুক্ত জবাব দিয়েছে।
তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বিজেপি নির্বাচনের জন্য বর্তমান অনুকূল পরিবেশে সম্পূর্ণ ভাবে প্রস্তুত। তবে তিনি এদিন পষ্টভাবে জানিয়েছেন বিজেপি দল সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য তৈরি আছে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় আইপিএফটির, জানান তিনি।
https://www.facebook.com/BJP4Tripura/videos/2774056759478831/
পাশাপাশি এদিন তিনি বলেন বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে। এর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। যা তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।