১) বনজ দ্রব্যাদি পরিবহণের জন্য লাইসেন্স প্রদানের জন্য ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার থাকবেন ডি এল ও এবং এপীলেট অথরিটি থাকবেন সি সি এফ (টি)৷ এই আধিকারিকরা পরিষেবা প্রদানের দায়িত্বে থাকবেন ৩০ কর্মদিন৷
২) ব্যক্তিগত জমিতে গাছ কাটার পারমিট প্রদানের জন্য ডেজিগনেটেড অফিসার থাকবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার হিসেবে থাকবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি থাকবেন সি সি এফ (টি)৷ তাঁরা পরিষেবা দিবেন ৩০ কর্মদিনে৷
৩) নন ফরেস্ট ল্যাণ্ড সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ডেজিগনেটেড অফিসার থাকবেন এস ডি এফ ও / ডব্লিউ এল ডব্লিউ, কম্পিটেন্ট অফিসার থাকবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি থাকবেন সি সি এফ (টি)৷ ৩০ কর্মদিনে তাঁরা পরিষেবা দেবেন৷
৪) লেটার অব ডিস্টেন্স ফ্রম ল্যাণ্ড জারি করার ডেজিগনেটেড অফিসার এবেন এস ডি এফ ও / ডব্লিউ এল ডব্লিউ৷ ৩০ কর্মদিনে তাঁরা পরিষেবা দেবেন৷
৫) জয়েন্ট ভেরিফিকেশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ট্রী রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার জন্য ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও , কম্পিটেন্ট অফিসার হিসেবে থাকবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি হবেন সি সি এফ (টি)৷ তাঁরা ৯০ কর্মদিনে এই পরিষেবা দেবেন৷
৬) কাঠ পরিবহণের ট্রানজিট পাস জারি করার জন্য ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার হিসেবে থাকবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি হবেন সি সি এফ (টি)৷ তাঁরা ৩০ কর্মদিনে এই পরিষেবা দেবেন৷
৭) কাঠ ব্যতীত অন্যান্য বনজ দ্রব্য পরিবহণে ট্রানজিট পাস প্রদানের ক্ষেত্রে ডেজিগনেটেড অফিসার থাকবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার থাকবেন ডি এফ ও এবং এপিলেট অথরিটি হবেন সি সি এফ (টি)৷ ৩০ কর্মদিনে তাঁরা এই পরিষেবা দেবেন৷
৮) কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য অন্ত:রাজ্য পরিবহণের (রপ্তানি লাইসেন্স) লাইসেন্স দেওয়ার জন্য ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার হবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি হবেন সি সি এফ (টি)৷ তাঁরা ৬০ কর্মদিনে পরিষেবা দেবেন৷
৯) জাতীয় উদ্যান/ অভয়ারণের পার্কে প্রবেশ টিকিট জারি করার ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও, কম্পিটেন্ট অফিসার হবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি হবেন সি সি এফ (টি)৷ তাঁরা এই পরিষেবা দেবেন যথাক্রমে ১ ঘন্টায়, ৭ দিনে এবং ৭ দিনে৷
১০) লাইসেন্স পুণর্নবীকরণের ডেজিগনেটেড অফিসার হবেন এস ডি এফ ও কম্পিটেন্ট অফিসার হবেন ডি এফ ও এবং এপীলেট অথরিটি হবেন সি সি এফ (টি) তাঁরা ৩০ কর্মদিনে এই পরিষেবা দেবেন৷সরকারি গ্যাজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে এই নিয়ম চালু হবে বলে রাজস্ব দপ্তর থেকে এক বি’প্তিতে জানানো হয়েছে৷