স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে জিটি ও ইউজিটি শিক্ষক শিক্ষিকাদের জন্য অফার ছাড়া হয়। মোট ৬৪৮ টি অফার ছাড়া হয়। আর এই অফার জমা দেওয়ার জন্য ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেই মোতাবেক এইদিন রাজধানীর উমাকান্ত একাডেমী ইংলিস মিডিয়াম স্কুলে অফার প্রাপ্তরা দপ্তরের নির্দেশ মোতাবেক অফার জমা দেওয়ার জন্য ভিড় জমায়।
এইদিন অধিকাংশ অফার প্রাপ্তরা অফার লেটার জমা দিতে ভিড় জমায়। অফার প্রাপ্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এই অফার প্রাপ্তদের মধ্যে অনেকে রয়েছে ১০৩২৩ এর শিক্ষক শিক্ষিকা। অফার জমা দিতে আসা অফার প্রাপ্তরা জানান তারা যথেষ্ট খুশি। অফার জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার ও শুক্রবার দিন ধার্য করা হয়েছে। কিন্তু সকলে চাইছে প্রথম দিন অফার জমা দিয়ে দিতে।