এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হওয়ার পর মূল অভিযুক্ত রাজু বর্মণ পালিয়ে বেড়াচ্ছিল। যদিও এই ঘটনায় অপর দুই অভিযুক্তকে আগেই ক্রাইম ব্রাঞ্জ গ্রেপ্তার করে। বর্তমানে তারা জেল হেপাজতে রয়েছে। কিন্তু রাজু বর্মণ পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ রাজু বর্মণকে জালে তুলে। ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তারি পরীক্ষার পর ক্রাইম ব্রাঞ্চ এইদিন ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রাজু বর্মণ-কে আদালতে সোপর্দ করে। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনার পর অভিযুক্ত রাজু বর্মণকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বলে জানান সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর।