বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেন ভাড়া বৃদ্ধির ফাইনান্স দপ্তরে চলতি মাসে ৬ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি দুবার চিঠি দিয়ে জ্বালানি তেলের সাথে সমঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধি করার দাবি জানানো হয়। এবং ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা সংশ্লিষ্ট দপ্তরকে বেধে দেওয়া হলেও কোন ভুমিকা নেই দপ্তরের। তাই চন্দ্রপুর আই এস বি টি, নাগেরজলা এবং রাধানগর বাসস্টেন্ডের বাসের মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিষেবা প্রদান করবে না।
ভাড়া বৃদ্ধি না হওয়া পর্যন্ত অনিদিষ্ট কালের জন্য পরিষেবা প্রদান থেকে বিরত থাকবেন তারা। বৃহস্পতিবার রাধানগর বাস স্টেন্ডে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান নাগেরজলা বাস ওনার্সের সম্পাদক শঙ্কর দেবনাথ। তিনি আরও বলেন, প্রায় ৫০০ বাস রয়েছে। কিন্তু জ্বালানি মুল্য বৃদ্ধিতে মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্হ। গাড়ি শ্রমিকদের দৈনিক মজুরি দিতে হিমসিম খেতে হচ্ছে। অবশেষে দপ্তরে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হলেও ইতিবাচক ভুমিকা না নেওয়ায় মালিক পক্ষ এই চুরান্ত সিদ্ধান্ত নিয়েছেন।