চলছে বই সাজানোর কাজ। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। বই মেলা প্রাঙ্গণকে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। এই বছর আগরতলা বই মেলায় ১৬২ টি স্টল অংশগ্রহণ করেছে। পার্শ্ববর্তি দেশ বাংলাদেশ থেকেও একটি স্টল এই বই মেলায় অংশ গ্রহণ করছে। বই মেলায় বই প্রেমিরা যেন যেতে পারে তার জন্য সরকার থেকে ফ্রি বাস সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে সূচনা হবে ৩৯ তম আগরতলা বই মেলার। তার আগে প্রস্তুতির কাজ শেষ করে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
বই মেলায় স্টল নিয়ে আসা এক বই বিক্রেতা জানান তারা আশা বাদি বিগত বছরের তুলনায় এই বছর তাদের ব্যবসা ভালো হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্টলে মাস্ক ও সেনিটাইজারের ব্যবস্থা রাখা হবে। তিনি আরও জানান আগরতলা শিশু উদ্যান থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই মেলা স্থানান্তরের ফলে বই মেলায় কিছুটা প্রভাব পড়েছে।