অর্থাৎ এপ্রিল ২০২১ থেকে রাজ্যের কর্মচারি ও পেনশনভােগীরা এই সুবিধা পাবেন। সরকারি কর্মচারি ও পেনশনভােগী মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজার ৫০৪ জন এই সুবিধা পাবেন। এজন্য ২০২১-২২ অর্থবর্ষে রাজ্য সরকারের ব্যয় হবে ২৯৫ কোটি ৩৯ লক্ষ টাকা। ২০২১-এর মার্চ মাসের জন্য রাজ্য সরকারের ব্যয় হবে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে টেট পরীক্ষায় উত্তীর্ণ যােগ্যতা অর্জনকারী ১২ জন দরখাস্তকারী বয়সােত্তীর্ণ পরীক্ষার্থীকে স্নাতক এবং অস্নাতক শিক্ষক পদে নিয়ােগের জন্যও অনুমােদন দেওয়া হয়েছে।