অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। কংগ্রেস দলনেতা রাহুল গান্ধী দেখতে দেখতে জীবনের পঞ্চাশটা বসন্ত অতিক্রম করে ফেলেছেন। কিন্তু আজও অবিবাহিত তিনি। রাজনৈতিক দুনিয়ার এই ব্যক্তিত্ব আজও কেন অবিবাহিত, তার কোনো বান্ধবী রয়েছেন কিনা, বিয়ে করলেও তিনি কবে বিয়ে করবেন এই নিয়ে সাধারণের প্রশ্নের শেষ নেই। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের মনের মধ্যেও কিন্তু সেই প্রশ্ন দেখা দিয়েছে।
এক স্কুলছাত্রী তো সরাসরি রাহুল গান্ধীকেই সেই প্রশ্ন করে বসলো!সম্প্রতি পুদুচেরিতে স্কুলপড়ুয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস দলনেতা। রাজনৈতিক মঞ্চের কোনো রাজনীতিবিদ হিসেবে নয়, রাহুল গান্ধী এদিন ওই স্কুলপড়ুয়াদের মাঝে উপস্থিত হয়েছিলেন নিতান্তই এক সাধারন ব্যক্তিত্ব হিসেবে। কোনো রাজনৈতিক তরজা নয়, স্কুলপড়ুয়াদের মাঝে উপস্থিত রাহুল গান্ধীকে এদিন যেন এক অন্য মানুষ হিসেবেই পেল স্কুল পড়ুয়ারা। স্কুল পড়ুয়ারাও এত কাছ থেকে রাহুল গান্ধীকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিল।
হাসি, মজা, কৌতুকে ভরে উঠেছিল তাদের বৈঠক। এই বৈঠকেই রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা তাকে “স্যার” হিসেবে সম্বোধন করলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন! স্যার নয়, পড়ুয়াদের থেকে “রাহুল আন্না” সম্বোধনই শুনতে চেয়েছেন রাহুল গান্ধী। হাসি মজার ছলেই এক স্কুলছাত্রী রাহুলকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে প্রশ্ন করে বসে। কৌশলে সেই জবাব এড়িয়ে গিয়েছেন রাহুল। তিনি বলেন, এই প্রশ্নের জবাব তিনি অন্য আরেক দিন দেবেন।
এছাড়াও রাহুলের কতজন বান্ধবী আছেন, রাজনীতি জগতের বাইরে তার কোনো বন্ধু বা বান্ধবী আছেন কিনা সে সম্পর্কেও কৌতূহল দেখা দেয় তাদের মনে। একে একে সব প্রশ্নের জবাব দিয়েছেন রাহুল। তিনি জানিয়েছেন, রাজনীতির দুনিয়ার বাইরেও তার অনেক বন্ধু আছেন। এমনকি রাজনৈতিকভাবে প্রতিপক্ষদেরও বন্ধু হিসেবেই দেখেন তিনি।