স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বিবেকানন্দ সোসিও কালচারেল অর্গানাইজেশন। এই সংগঠন অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
স্বামী বিবেকানন্দের ভাব ধারাকে লালন করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের নৈতিক উন্নয়ন ঘটানোই এই সংস্থার মূল উদ্দেশ্য। বৃহস্পতিবারের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে থাকবেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান বিবেকানন্দ সোসিও কালচারেল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুভাষ দেব।
বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব, বিবেকানন্দ কর্মশালা উৎসব ও বিবেকানন্দ সাংস্কৃতিক উৎসব কর্মসূচী শেষ হলে নেশার কবল থেকে যুব সমাজের একটা অংশকে বের করে আনতে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বিবেকানন্দের ভাব ধারা ছড়িয়ে তাদের উদ্যোগ ফের শুরু হবে বলে জানান তিনি।