স্টাফ রিপোর্টার, কল্যানপুর, ২৩ ফেব্রুয়ারী।। কল্যানপুর থানা এলাকায় আবারো আত্মহত্যার ধুম৷ এবার কল্যানপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নিলেন৷ ঘটনার বিবরনে জানা যায় গোপাল নগরের সুবোধ দাস (৫২) পিতা মৃত সোনাতন দাস দীর্ঘদিন ধরেই কল্যানপুর দ্বাদশ শ্রেনী বিদ্যালয় সন্নিহিত এলাকায় চানাচুর এবং ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন৷
আজ মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে এগারটা নাগাদ নিজ বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷ মৃতদেহ উদ্ধার করে কল্যানপুর থানার পুলিশ স্থানীয় হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেখেছেন৷ এদিকে গত দুদিনে দক্ষিন ঘিলাতলী, পশ্চিম ঘিলাতলী এবং গোপালনগরে মোট তিনটি আত্মহত্যার ঘটনা গোটা কল্যানপুর থানা এলাকায় ব্যাপক উদ্বেগের আবহ তৈরী করেছে৷
এরমধ্যে কুঞ্জবন এলাকার এক গাড়ীর চালক ঈদুরের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে কল্যাণপুর থানার পুলিশ৷