স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। পেট্রোপণ্য জ্বালানির মূল্য ঊর্ধ্বমুখী। বিরোধীদের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে গোটা দেশের সাথে রাজ্যে বিরোধীদের সুর তীক্ষ্ণ হলেও সরকার কর্ণপাত করছে না। ফলে পেট্রোল ডিজেলের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাদ থাকছে ত্রিপুরা রাজ্য। ৯০ টাকা অতিক্রম করে চলেছে পেট্রোলের মূল্য।
একইভাবে ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। কিন্তু সরকারের ভূমিকা নিয়ে জনমনে একপ্রকার ক্ষোভ দেখা দিয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সি পি আই সদর বিভাগীয় কমিটি উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত করা হয় শহরে। পথসভার আগে হরিশ ঠাকুর রোড স্থিত সদর কার্যালয় থেকে একটি মিছিল সংঘটিত হয়।
মিছিলে উপস্থিত সদর বিভাগীয় কমিটির সম্পাদক মিলন বৈদ্য জানান বিজেপি -কে জনগণ দেশের দায়িত্বভার দিয়েছে। কিন্তু সরকার জনগণের দায়িত্ব পালন করছে না। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। পাল্লা দিয়ে দ্রব্যমূল্যও আকাশছোঁয়া। প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। দেশে পাঞ্জাব রাজস্থান সহ বহু রাজ্যে পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
সরকারকে অবিলম্বে পেট্রোপণ্য জ্বালানি মূল্য হ্রাস করতে ভূমিকা গ্রহণ করতে দাবি জানিয়ে এ পথসভা বলে জানান তিনি। মিছিলটি সদর কার্যালয় থেকে সিটি সেন্টারে সামনে এসে একটি পথসভা অনুষ্ঠিত করে। এদিন মিছিলে খালি বাইক এবং সিলেন্ডার নিয়ে পায়ে হেঁটে কর্মীরা বিক্ষোভ সামিল হয়।