কোন কোন দম্পতি আছেন যারা মাসে কয়েকবার যৌন মিলন করেন; এটা কি স্বাভাবিক? আবার অনেকে সপ্তাহে একবার যৌন মিলন করেন; তাহলে তাদের কি এই মাত্রা বাড়ানো উচিত? আবার কেউ যদি দুই তিন মাসে এক বারও যৌন মিলনের সুযোগ না পায় তাহলে কি তারা কোন মানসিক বা শারীরিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে? অন্য দিকে অনেকে প্রতি দিন এক বা একাধিক বার যৌন মিলনের সুযোগ পান, তাদের জীবন কি স্বাভাবিক?
যার যার যৌন জীবন নিয়ে এসব প্রশ্নের উত্তর যৌন জীবন এবং মানব সম্পর্কবিদদের কাছে রয়েছে এবং তারা খুব সহজভাবে এসব প্রশ্নের উত্তর বিভিন্ন গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছেন। তাদের মতে মানুষের যৌন আচরণ এবং যৌন মিলনের হার প্রকৃতপক্ষে তাদের সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর যেমন নির্ভর করে তেমনি মানসিক সন্তুষ্টির উপরেও নির্ভর করে। এক্ষেত্রে একের সাথে অপরের যৌন মিলন এবং যৌন জীবনের তুলনার কোন সুযোগ নেই।
মানুষ হিসেবে এই তুলনা করার মানসিকতা থাকা স্বাভাবিক হলেও, এর প্রকৃতপক্ষে কোন বাস্তব ভিত্তি নেই। মানুষের সাথে মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা এবং জীবন ব্যবস্থার যে ভিন্নতা সেটি যৌন জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যৌন মিলনের হার প্রতিটা মানুষের জীবনে ভিন্ন ভিন্ন এবং স্বাভাবিকভাবেই মানসিক সন্তুষ্টির সাথে যৌন মিলনের হার এবং সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এমনই কিছু কিছু সাধারণ কারণ নিচে উল্লেখ করা হল যেগুলো যৌন সম্পর্কের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ করে।