সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত পে স্কেল প্রদানের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত

স্টাফ রিপোর্টার,আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। ২০১৪ সালে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৩ শে ফেব্রুয়ারি সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের মুখে হাসি ফোটালো উচ্চ আদালত৷ এদিন সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত পে স্কেল প্রদানের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ মঙ্গলবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ কুরেশি ও বিচারপতি এজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সর্বশিক্ষা অভিযানের নিয়োজিত শিক্ষকদের পাঁচ বছরের পর থেকে নিয়মিত পে-স্কেল দিতে হবে৷ আর চাকরির মেয়াদ ১০ বছর হয়ে যাওয়ার পর প্রত্যেককে চাকরিতে নিয়মিত করতে হবে, পাশাপাশি নিয়মিত হবার পর সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের পেনশনের ব্যবস্থা করতে হবে এবং দিতে হবে অন্যান্য সুযোগ-সুবিধাও৷

এই রায়ের সুবিধা পাবেন সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের সব প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচাররা৷ আগামী ছয় মাসের মধ্যে রাজ্য সরকারকে এই নির্দেশ কার্যকর করতে হবে৷ প্রয়োজনে এই চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য নতুন পদ সৃষ্টি বা স্কিম তৈরি করুক রাজ্য সরকার৷ সেই নির্দেশও রয়েছে উচ্চ আদালতের৷ এই রায় সম্পর্কে আইনজীবী পুরষত্তম রায় বর্মণ বলেন উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে চুক্তিবদ্ধ শিক্ষকদের কাজ নিয়মিত শিক্ষকদের মতই৷ কিন্তু ন্যায্য অধিকার থেকে তারা অনেকদিন ধরে বঞ্চিত৷ তারা ও সম কাজে সম বেতন পাবার অধিকারী৷তাই এই শিক্ষকদের নিয়মিত পে স্কেল দিতে হবে এবং নিয়মিত হবার পর তাদেরকে দিতে হবে অন্যান্য সুযোগ-সুবিধা গুলিও৷ নির্দেশ প্রযোজ্য হবে রাজ্যে নিয়োজিত সমগ্র শিক্ষায় নিয়োজিত সব শিক্ষকদের ক্ষেত্রেই৷ এদিকে উচ্চ আদালতের রায় বের হবার পরই চুক্তিবদ্ধ শিক্ষকদের মধ্যে খুশির হাওয়া বিরাজ করছে৷ আবার একাংশের মধ্যে নানা প্রশ্ণ ও দেখা দিয়েছে৷

তবে শিক্ষা দপ্তর সূত্রে খবর, সমগ্র শিক্ষা অভিযানে নিয়োজিত চুক্তিবদ্ধ শিক্ষকদের যেহেতু শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত নিয়োগ পত্র দেওয়া হয়নি তাই উচ্চ আদালতের রায় সরকার কি ভাবে কার্যকর করবে এনিয়ে শিক্ষা দপ্তরে রীতি মতো ঝড় বইছে৷ কারণ বিগত সরকার এই শিক্ষকদের সর্ব শিক্ষা প্রকল্পে নিযুক্তি দিয়েছিল কোন ধরনের আবেদন পত্র গ্রহণ বা ইন্টার ভিউ ছাড়াই৷পরবর্তী সময়ে কেন্দ্রে সরকার পরিবর্তন হলে এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের নাম পাল্টে করা হয় সমগ্র শিক্ষা অভিযান৷ বর্তমানে এই প্রকল্পে কাজ করছেন পূর্বের নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকরাই৷তাছাড়া এই শিক্ষকদের নিয়োগ পত্র দিয়েছেন এই প্রকল্পের মহকুমা প্রোজেক্ট কোর্ডিনেটর অর্থাৎ বিদ্যালয় পরিদর্শকগণ৷

তারা শিক্ষা দপ্তরের নিয়োগ কর্তা নয়৷চুক্তিবদ্ধ শিক্ষকদের বেতন বা সান্মানিক দিয়ে থাকে সমগ্র শিক্ষা প্রকল্পের রাজ্য মিশন৷ এই টাকার নববই শতাংশ দিয়ে থাকে কেন্দ্র আর দশ শতাংশ দিয়ে থাকে রাজ্য সরকার৷ তাছাড়া এন সি ই আর টি’র গাইড লাইন অনুযায়ী ২০০৯ সালের পর টেট পরীক্ষা ছাড়া কোন রাজ্য শিক্ষক নিয়োগ করতে পারবে না৷এই পরিস্থিতিতে রাজ্য সরকার চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়ে কি চিন্তা ভাবনা করে সেদিকে তাকিয়ে এই শিক্ষক শিক্ষিকারা৷ তবে তাদের আশা উচ্চ আদালতের নির্দেশ মত আগামী ৬ মাসের মধ্যে রাজ্য সরকার উচ্চআদালতের নির্দেশ অনুযায়ী সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের চাকরিতে স্থায়ী করবে এবং অন্যান্য রেগুলার শিক্ষকদের মতই পে স্কেল প্রদান করবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?