স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ ফেব্রুয়ারী।। চড়িলাম ব্লকের বরকুবাড়ি বায়োভিলেজে আজ এক অনুষ্ঠানে সুুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সুুবিধাভোগীদের হাতে এই সমস্ত সহায়তা সামগ্রী তুলে দেন৷
বরকুবাড়ি বায়োভিলেজের বিভিন্ন সুুবিধাভোগী পরিবারকে এলইডি বাল ও টিউব, জৈব সার, জৈব কীটনাশক, সোলার চালিত পাম্প সেট, মাছের পোনা, শূকর, মোরগ ও ছাগল ছানা দেওয়া হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সরকার রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে৷
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে জনজাতি অধ্যষিত ভিলেজগুলিতে বায়োভিলেজ গড়ে তোলা হচ্ছে৷ এই সমস্ত ভিলেজের প্রত্যেকটি পরিবারকে আত্মনির্ভর করার উদ্দেশ্যে এই সমস্ত সহায়ক সামগ্রী সুুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার রঞ্জন সেনগুপ্ত, বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক শ্যামল রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ৷