রাষ্ট্রীয় সফরে মেসির প্লেন ভাড়া করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মেক্সিকো গিয়েছিলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। কিন্তু এই সফরের জন্য তিনি যে বাহন বেছে নিয়েছিলেন, তা নিয়ে সমালোচিত হতে হচ্ছে তাকে।

লিওনেল মেসির ব্যক্তিগত বিমান ভাড়া করে মেক্সিকো গিয়েছিলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, মেক্সিকোর ২২০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর আমন্ত্রণ জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে।

কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তিনি মেসির বিমানে চড়ে মেক্সিকো গিয়েছেন। বার্সেলোনা তারকা ১ লাখ ৬০ হাজার ডলারে ৪ দিনের জন্য বিমানটি ভাড়া দিয়েছিলেন নিজ দেশের প্রেসিডেন্টকে।

যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালে বিমানটি কেনেন মেসি। বিমানটির বর্তমান বাজার দর ১৫ মিলিয়ন ডলার।

বার্সেলোনা অধিনায়ক যখন আর্জেন্টিনায় থাকেন না, তখন বিমানটি রোসারিওর একটি বিমানবন্দরে রাখা থাকে। যে শহরে মেসির জন্ম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?