১৮ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার দুজন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারী।। নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা৷ আর নেশার এই জঞ্জাল সাফ করতে ময়দানে তৎপর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া৷ নেশা বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ বড়ো-সড়ো সাফল্য পায় সোমবার মধ্যরাতে৷

ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে গোপন সংবাদ আসে যে বহিঃরাজ্য থেকে দূরপাল্লার লরি করে ‘ফেন্সিডিল’ নেশাদ্রব্য আসছে৷ সেই খবর মোতাবেক উৎপেতে বসে থাকেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া এবং মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুব জয় রিয়াংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ আর সেই খবর মোতাবেক জেকে২১এ-১২৭৫ নম্বরের একটি লরি মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসতেই পুলিশ গাড়িটি আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে৷

পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার তিনশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে৷ যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১৮ লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া৷ পুলিশ গাড়ির চালক ও সহ চালককে গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হলো মোহম্মদ কামি (৩০) এবং অপরজন হলো জরবিদকর আহমেদ (২২)৷ পুলিশ জানায় ধৃতদের বাড়ি বহিঃরাজ্যের জম্মু কাশ্মীরে৷

পুলিশ ধৃত দুই যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে৷ এদিকে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য সোনাচরণ জমাতিয়ার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?