অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে ১ হাজারের বেশি মানুষকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।জাতিসংঘ বলছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছেন।কিন্তু মিয়ানমার বলছে, কোনো রোহিঙ্গাকেই ফেরত পাঠানো হয়নি। সবাই স্বেচ্ছায় নিজের দেশে ফিরেছেন।
কাউকে বাধ্য করা হয়নি।মালয়েশিয়ান অভিবাসন বিভাগ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘এদের মধ্যে কোনো রোহিঙ্গা নেই। দেশে ফেরার শর্তেই তারা মালয়েশিয়ায় ছিলেন।’ মালয়েশিয়ান কর্তৃপক্ষ বিদেশি কর্মকর্তাদের এক বছর ধরে শরণার্থী শিবিরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই প্রকৃত অবস্থা বোঝা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।চলতি মাসের শুরু থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে।
সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এই অবস্থায় মালয়েশিয়া থেকে যারা গেছেন, তারা আরও বিপদে পড়তে পারেন।সামরিক বাহিনী অভিযোগ করেছে, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপি হওয়ার কারণে সু চি’র দল ভূমিধ্বস জয় পেয়েছে। যদিও নির্বাচনে কারচুপির কোন প্রমাণ সেনাবাহিনী দিতে পারেনি।
যাদের মিয়ানমারে পাঠানো হয়েছে, তাদের মঙ্গলবার নৌবাহিনীর তিনটি জাহাজে ওঠানো হয়। অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া স্থগিত করতে কুয়ালালামপুর হাইকোর্ট থেকে এর আগে নির্দেশনা দেয়া হয়। কিন্তু সরকার সেটি শোনেনি।