স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। বুধবার বিকালে দুইদিনের রাজ্য সফরে রাজ্যে এসে পৌঁছান বিজেপি-র এস.সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। আসন্ন রাজ্যের পুর ও নগর এলাকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি রাজ্যে আসেন। এস.সি মোর্চার সর্বভারতীয় সভাপতি এইদিন এম.বি.বি বিমান বন্দরে পৌঁছানোর আগে থেকে বিমান বন্দরে ভিড় জমায় সংগঠনের কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন এস.সি মোর্চার সর্বভারতীয় কমিটির সদস্য তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস, এস.সি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা। এস.সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য বিমান বন্দরে পৌঁছানোর সাথে সাথে উলুর ধ্বনি আর শাঁক বাজিয়ে ওনাকে স্বাগত জানানো হয়। পাশাপাশি এস.সি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস ওনার হাতে পুস্প স্তবক তুলে দিয়ে ওনাকে স্বাগত জানান।
বিমান বন্দর থেকে সুবিশাল বাইক র্যালির মাধ্যমে লাল সিং আর্য-কে নিয়ে আসা হয় স্টেট গেস্ট হাউসে। স্টেট গেস্ট হাউসে সংগঠনের রাজ্য নেতৃত্বদের সাথে কথা বলেন তিনি। তারপর তিনি চলে যান উদয়পুরের মাতার বাড়ির উদ্দেশ্যে। আগরতলা বিমান বন্দরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি জানান আসন্ন রাজ্যের পুর ও নগর এলাকার নির্বাচনকে সামনে রেখে তিনি রাজ্য সফরে এসেছেন।
রাজ্য সফরকালে তিনি একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান দীর্ঘ বছর কংগ্রেস দেশ শাসন করেছে। কিন্তু গরিবদের জন্য কিছু করেনি। কংগ্রেস শাসনের সময় এস.সি লোকদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এস.সি-দের উন্নয়নে কোন কাজ করা হয়নি সেই সময়। তাই কংগ্রেস মুক্ত করার জন্য বিজেপির এস.সি মোর্চা পুরো শক্তি নিয়ে কাজ করছে।