অল্পতে রক্ষা পেল কল্যাণপুর স্কুল ও বাজার

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৩ ফেব্রুয়ারী।। অল্পতে রক্ষা পেল কল্যাণপুর স্কুল বাজার৷ মঙ্গলবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে অবস্থিত সর্বং ছড়াতে কল্যাণপুর এলাকার বাসীরা এবং ব্যবসায়ীরা আবর্জনার ফালায় চলাতে৷ এদিনে কে বা কারা এ আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকে৷

একটি সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে আসে৷ আগুনের দোয়ায় গোটা সুকল চত্বরে অন্ধকার নেমে আসে৷ সুকলের ছাত্র ছাত্রী শিক্ষক সহ আশপাশ এলাকার মানুষজন রা জড়ো হতে থাকে সুকলের মাঠে৷ খবর দেয়া হয় কল্যাণপুর দমকল কর্মীদের ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এক প্রত্যক্ষদর্শী জানান বিদ্যালয়ের কিছুটা অংশ আগুনে পুড়ে যায়৷

কবে আগুন নিয়ন্ত্রণে না এলে কল্যানপুর গোটা বাজার বাজার এবং সুকল পুড়ে ছাই হয়ে যেত বলে সকলেরই ধারণা৷ কে করেছে এই কাজ তা নিয়ে প্রশ্ণ রয়ে গেল৷ ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?