অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। ‘রোজ ডে’, ‘প্রপোজ ডে’, ‘টেডি ডে’, ‘হাগ ডে’র পর রোববার (১৪ ফেব্রুয়ারি) গেল ‘ভ্যালেন্টাইনস ডে’। তবে ভালবাসার দিনে মন উড়ু উড়ু থাকলেও যুগলদের মনে রাখতে হবে মহামারি করোনা ভাইরাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি।
মানতে হবে স্বাস্থ্যবিধি, নিদান চিকিৎসকদের। ভারতের দন্তরোগ বিশেষজ্ঞ ডা. আশিসতরু সাহা জানিয়েছেন, প্রেমিক কিংবা প্রেমিকার একজন যদি ফ্রন্টলাইন ওয়ার্কার হন তাহলে ভয়টা একটু বেশিই। হতেই পারে তিনি একজন চিকিৎসক। উপসর্গহীন করোনা আক্রান্ত।
আবেগের বশে চুমু খেতে গেলেই বিপদ! ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার জানিয়েছেন, ভ্যালেন্টাইনে মানতে হবে ‘রুল অফ টেন’। অর্থাৎ কাছাকাছি আসা যাবে, তবে তা যেন দশ মিনিটের গণ্ডি না পেরোয়। ভাইরোলজিস্টদের পর্যবেক্ষণ, নিশ্বাস, কথা বলার মাধ্যমেও করোনা ছড়াতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে একজন যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলেও ১০ মিনিটের কম সময়ের জন্য ঘনিষ্ঠ হলে ক্ষতি নেই।
তিনি জানিয়েছেন, নির্দিষ্ট ওই সময়ের থেকে কম সময়ের জন্য কাছাকাছি এলে ভাইরাল লোড ১ মিলিয়নের বেশি হয় না। তাতে সংক্রমণের সম্ভাবনাও নামমাত্র। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, একটানা নয়, সামান্য সময়ের জন্য চুমু খাওয়া যেতে পারে। চুমু খাওয়ার পর অ্যালকোহল জাতীয় ‘মাউথ ওয়াশ’ দিয়ে কুলকুচি করে নেওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।