স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। সুদীপ রায় বর্মন এই নামটাই যেন যথেষ্ট৷ বিধায়ক মন্ত্রী এসব তাকমা না থাকলেও চলে যেমনটা সুবল ভৌমিকের ক্ষেত্রেও প্রযোজ্য৷ মঙ্গলবার রাজ্যের উচ্চ আদালতে সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে একটি রায় বের হয়,তাতে বলা হয়েছে যেসব সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিতে পাঁচ বছর অতিক্রম করেছে তাদের যেন নিয়মিত করণ সহ সরকারি কর্মচারীর সব সুযোগ সুবিধা বের হয়৷
এই রায়ে উৎসাহিত হয়ে পড়ে রাজ্যে নিযুক্ত সর্বশিক্ষা শিক্ষকরা৷সব থেকে তাৎপর্যের বিষয় আদালতের এই রায়ের পর সর্বশিক্ষা শিক্ষক সংগঠনের নেতৃত্বরা ফুলের মালা মিষ্টি নিয়ে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মণের আবাসে৷ এই বিজয় তারা সুদীপ রায় বর্মণকে নিবেদন করলেন৷কৃতজ্ঞতা প্রণাম জানালেন৷সর্বশিক্ষা প্রকল্পের এক শিক্ষক জানালেন তাদের এই স্বীকৃতি পাওয়ার পেছনে সুদীপ রায় বর্মণের অবদান যথেষ্ট৷
সর্বশিক্ষা শিক্ষক দের এই রায়ের পর চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরাও নূতন করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ৷ তারাও যেহেতু দশ বছর বা এর অধিক সময় চাকরি করেছে এবং নিয়মিত করণ হবার পরও কেন তারা চাকরি হারা হলো তা জানতে৷