কোভ্যাক্সের প্রথম টিকা পেল ঘানা

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। করোনা প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেল ঘানা। বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ৬ লাখ ডোজ গ্রহণ করে আফ্রিকার দেশটি।বিবিসি জানায়, মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর টিকা পেতে নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ কর্মসূচি।

কোভ্যাক্স হচ্ছে ডব্লিউএইচও, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম। বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে এটি গঠিত হয়।এ বছরের শেষ পর্যন্ত দুইশ কোটি টিকার ডোজ বিশ্বব্যাপী সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করছে কোভ্যাক্স।

তারই অংশ হিসেবে প্রথমে এ টিকা পেল ঘানা।ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘স্মরণীয়’ বলে মন্তব্য করে।তারা জানায়, ঘানাতে মহামারির সঙ্কটময় পরিস্থিতির অবসান ঘটাবে এ টিকা।পশ্চিম আফ্রিকার দেশটিতে ৮০ হাজার ৭০০ জনেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৫৮০ জন।

করোনা টেস্টের ঘাটতির কারণে এ পরিসংখ্যানে বাস্তব পরিস্থিতি উঠে আসেনি বলে ধারণা করা হয়।দুই সংস্থা আরও জানায়, বেশি কিছু মধ্যম ও নিম্ন আয়ের দেশ কোভ্যাক্সের টিকার প্রথম চালানগুলো পাচ্ছে, যার অংশ হিসেবে প্রথম এ টিকা পেল ঘানা।ধনী দেশগুলো যেখানে নিজেদের নাগরিকদের জন্য টিকা কিনে ফেলে, সেখানে সবার জন্য টিকার সমান অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসে কোভ্যাক্স। এ কর্মসূচিতে ধনী দেশগুলোও অর্থ সহায়তা দিচ্ছে।

এ বছরের মধ্যে ১৯০টি দেশে অন্তত ২০০ কোটি টিকার ডোজ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্ল্যাটফর্মটি। ৯২টি গরিব দেশে সরবরাহে নিশ্চিত করতে চায় কোভ্যাক্স। মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ করবে তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?