অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি।। অবশেষে স্বস্তি! কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।জানা গিয়েছে, এদিন বিচারপতি ধর্মেন্দ্র রানা ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, কৃষক আন্দোলনের বিতর্কিত টুলকিট শেয়ার করার কলেজ পড়ুয়া দিশাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
সবমিলিয়ে চারদিন পুলিশ ও জেল হেফাজতে ছিলেন দিশা। এদিন আদালত জানিয়েছে, দিশার বিরুদ্ধে সরাসরি কোনও প্রমাণ দাখিল করতে পারে নি পুলিশ। ২৬ জানুয়ারি দিল্লির অশান্তিতে দিশা জড়িত ছিলেন, এর সপক্ষেও কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। এরপরেই দিশার জামিন মঞ্জুর করেন বিচারপতি।