অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। সেনা অভ্যুত্থানের পর গত কয়েক দিনে নানামুখী কূটনৈতিক চাপে পড়েছে মিয়ানমার। সবশেষ রবিবার সফর বাতিল ঘোষণা করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেওকু ফাইজাসিয়াহ জাকার্তায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমান পরিস্থিতি ও অন্যান্য আসিয়ান দেশগুলোর মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে মিয়ানমার সফরের জন্য এটি আদর্শ সময় নয়।
’ধারণা করা হচ্ছিল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মিয়ানমারের সংকট সমাধানে একটি কূটনৈতিক প্রচেষ্টা শুরু হবে।তবে রেতনো মারসুদির সফরের পরিকল্পনা জানার পর থেকেই দেশটির গণতন্ত্রপন্থী কিছু নেতাকর্মী এর সমালোচনা করেন। তারা বলেন, জান্তা সরকারের সঙ্গে যে কোনো চুক্তির অর্থই হলো নভেম্বরের নির্বাচনকে স্বীকৃতি না দেওয়া।সামরিক শাসনের বিরুদ্ধে আজও মিয়ানমারজুড়ে বিক্ষোভ চলছে।
মিয়ানমারে সামরিক বাহিনীর হুমকি উপেক্ষা করে গত সোমবার দেশটিতে বিশাল সমাবেশ ও সাধারণ ধর্মঘট পালন করা হয়।এর আগে মিয়ানমারের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এমআরটিভিতে প্রচারিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা এখন জনগণকে বিশেষ করে আবেগপ্রবণ কিশোর ও তরুণদের প্ররোচিত করছে, যেখানে তারা প্রাণহানির শিকার হতে পারেন।ওদিকে মালয়েশিয়া আবার ১ হাজারের বেশি মানুষকে দেশটিতে ফেরত পাঠিয়েছে। মালয়েশিয়ান অভিবাসন বিভাগ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশে ফেরার শর্তেই তারা মালয়েশিয়ায় ছিলেন।’