অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি।। গরু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগ বড় ধাক্কা খেল। স্থগিত হয়ে গেল গো-বিজ্ঞান পরীক্ষা।বৃহস্পতিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দিল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। ইউজিসি দেশের ৯০০টি বিশ্ববিদ্যালয়কে এই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বহু বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় তারা এই পরীক্ষা নেবে না। প্রায় ৫ লক্ষ মানুষ আবেদন করেছিলেন এই পরীক্ষায় বসতে চেয়ে।
জানা গিয়েছে, আয়োগের সভাপতি বল্লভভাই কাঠিরিয়া সম্প্রতি তাঁর দু’বছরের মেয়াদ সম্পূর্ণ করেছেন। তিনি সরে যাওয়ার ফলেই এই পরীক্ষা স্থগিত হল। দেশজুড়ে এই পরীক্ষার বিরোধিতা হয়েছে। অবৈজ্ঞানিক তত্ত্বকে ভিত্তি করে এই পরীক্ষা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। কিন্তু আয়োগের দাবি ছিল দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানাতে গরুর যথেষ্ট ভূমিকা আছে।