অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। কলকাতার সিনে ইন্ডাস্ট্রিতে এখনকার প্রধান বিনোদন হলো রাজনীতি। সেখানে চলছে রং বদলের হাওয়া। জোড়াফুলের তৃণমূল ছেড়ে বিজেপির পদ্ম হাতে নিতে দেখা গেছে অনেক তারকাকে। এবার কি সেই পথে হাঁটতে চলেছেন স্বস্তিকা মুখার্জি?
অভিনেত্রী বরাবরই নিজের শর্তে চলেন। নানা অনিয়মের বিরুদ্ধে বারবার কেন্দ্রের শাসকদের দিকে তোপ দেগেছেন তিনি। কিন্তু সম্প্রতি তার টুইটার পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে।
স্বস্তিকা লিখেছেন, “রাম তোমার। রাম আমার। ভূতের মুখে পড়লেও রাম নাম। শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম। অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্রতত্র সর্বত্র। ”
এই টুইট নিয়ে নেটিজেনদের মধ্যে জেগেছে প্রশ্ন। আর মন্তব্যের ঘর ভরে গেছে ‘জয় শ্রী রাম’ বা ‘রাম রাম’ জয়ধ্বনিতে।
এ দিকে সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ডাকে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দামের মতো প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।
ঠিক তারপরই স্বস্তিকার এমন টুইটকে ইঙ্গিতবাহী বলেই মনে করছেন অনেকে। কারো কারো মতে, সহকর্মীদের ব্যঙ্গ করছেন নায়িকা।
এর আগে বিজেপি নেতার সঙ্গে বিরোধে জড়ানোর পর অভিনেত্রী সায়নী ঘোষ প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে রামের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছিলেন। এখন স্বস্তিকার ‘রাম নাম’ জপ নিয়ে রাজনীতির আঙিনায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে।