শ্রীলঙ্কা দলকে বিপদে ফেললেন ভাস!

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি।। ওয়েস্ট ইন্ডিজ সফরে বোলিং কোচ হিসেবে চামিন্ডা ভাসকে নিয়োগ দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু নিয়োগ পাওয়ার ৩ দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ভাস।বেতন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে মতে না মেলাতেই ভাস পদত্যাগ করেছেন বলে খবর।এমন প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট তাদের বিবৃতিতে বলেছে, ভাস বিপদে ফেলেছেন তাদের।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভাসের হঠাৎ নেওয়া এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে আমরা হতবাক। ব্যক্তিগত অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে ক্যারিবিয়ান সফরের আগে তার নেওয়া এই সিদ্ধান্ত আমাদের বিপদে ফেলল।’সম্প্রতি ডেভিড সাকারের স্থলাভিষিক্ত হয়েছিলেন ভাস। ৪৭ বছর বয়সী তারকা তার টুইটে বলেন, ‘আমি বোর্ডকে খুব বিনয়ের সঙ্গেই একটা অনুরোধ করেছিলাম।

কিন্তু তারা সেই অনুরোধ রাখেনি। আমি এখন একটুকুই বলব। সত্যের জয় হবে।’এর আগে ২০১২ সালে অক্টোবরে শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের পেসারদের উন্নতির লক্ষ্যে কাজ করেছিলেন ভাস। ২০১৩ সালে যোগ দেন শ্রীলঙ্কা দলের সাথে। ২০১৫ সাল পর্যন্ত লঙ্কানদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বোলিং কোচ হন।

সিনিয়র জাতীয় দলের কোচ হওয়ার আগে সম্প্রতি শ্রীলঙ্কার হাই-পারফরম্যান্স সেন্টারে তিনি পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উদীয়মান ক্রিকেটারদের নিয়ে তিনি সেখানে কাজ করেন। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও কাজ করেছেন। ভাস আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ১১১টি টেস্টে ৩৫৫ উইকেট, ৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট, ৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬ উইকেট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?