স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। বুধবার রাজধানীর বানী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে শুরু হল ৭ দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির।
এইদিন ৭ দিন ব্যাপী শিবিরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দিপক মজুমদার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শিবিরের উদ্ধোধন করে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দিপক মজুমদার বলেন ছাত্র-ছাত্রিদের পুথিগত শিক্ষা লাভের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবিরে ছাত্র-ছাত্রিদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। যাতে করে ছাত্র-ছাত্রীরা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।