স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ৩ মাস যাবত দেশে আন্দোলন চলছে। ২৪ ফেব্রুয়ারি সর্বভারতীয় বাম কৃষক সংগঠনের আহব্বানে সাড়া দিয়ে রাজ্যেও দমন বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সারা ভারত কৃষক সভা পশ্চিম জেলা কমিটি এবং সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটির যৌথ উদ্যোগে একটি মিছিল সংঘটিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর জানান, গত ৩ মাস ধরে কৃষকদের আন্দোলন চলছে। এ আন্দোলনে যারা কৃষকদের স্বার্থে সমর্থন করছে অর্থাৎ সমাজকর্মী, ছাত্র সকলের উপর শাসক দলের দুষ্কৃতিরা আক্রমণ করছে। দেশদ্রোহী বলে আখ্যা দিচ্ছে। কেউই বাদ যাচ্ছে না দমন নিতি থেকে।
তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে ত্রিপুরা রাজ্যেও সরকারের দমন-বিরোধী দিবস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গোটা রাজ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এবং রাষ্টপতির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হবে। চিঠিতে রাষ্ট্রপতি কাছে আবেদন জানানো হবে রাষ্ট্রপতি যাতে কেন্দ্রীয় সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে হস্তক্ষেপ গ্রহণ করে। এবং দমন-পীড়ন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে যাতে রাষ্ট্রপতি নির্দেশ প্রদান করেন বলে জানান তিনি।
এদিন মিছিলে এছাড়াও নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি সহ সভাপতি মতিলাল সরকার, গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।