এতে অভিনয় করেছেন ডেভ বাউতিস্তা, এলা পারনেল, অ্যানা ডে লা রেগুয়েরা, গ্যারেট দিলাহান্টসহ অনেকেই। ‘আর্মি অব দ্য ডেড’-এ দেখা যাবে, লাস ভেগাসে জোম্বি প্রাদুর্ভাবের পর একদল ভাড়াটে সেনা ঢুকে পড়ে সেখানে। কোয়ারেন্টাইন এলাকাকে কেন্দ্র করে শুরু হয় ডাকাতি। ‘জাস্টিস লিগ’-এর ডামাডোলে এ ছবিকে খানিকটা কোণঠাসা মনে হলেও নেটফ্লিক্সের রয়েছে নতুন পরিকল্পনা। গত বছরের দ্বিতীয়ার্ধে শেষ হয় ‘আর্মি অব দ্য ডেড’-এর প্রিক্যুয়েলের দৃশ্যায়ন। তবে নির্দেশনায় ছিলেন না স্নাইডার, প্রযোজক হিসেবে তার নাম যাবে ক্রেডিটে। সেই ছবি পরিচালনা করছেন মাথিয়াস শুইগেগো, মুক্তি পাবে ২০২২ সালে।