‘রঙ্গিলা’র রিমেক সফল হবে?

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। ১৯৯৫ সালে মুক্তি পায় রাম গোপাল ভার্মা পরিচালিত ‘রঙ্গিলা’। নায়ক হিসেবে ছিলেন প্রতিষ্ঠিত দুই তারকা আমির খান ও জ্যাকি শ্রফ। তবে ব্লকবাস্টার সিনেমাটি রাতারাতি তারকা বানিয়ে দেয় ঊর্মিলা মাতন্ডেকরকে। গল্প-অভিনয়ের পাশাপাশি গানের জন্য আজও ‘রঙ্গিলা’কে স্মরণ করা হয়। নব্বইয়ের দশকের সেই ছবির রিমেক হলে কেমন হয়? সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ‘মিলি’ অর্থাৎ ঊর্মিলা। তিনি জানালেন, কোনো ছবি নতুনভাবে ফের তৈরি করা হবে কি-না সে বিষয়ে ধরাবাঁধা নিয়ম থাকতে পারে না।

কিছু রিমেক যেমন সেভাবে মুগ্ধ করতে পারে না, কিছু রিমেক আবার বেশ ভালো হয় বলেও মনে করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, “সব ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য, সেটা ভাবা অন্যায় হবে। কিছু রিমেক সত্যিই খুব ভালো হয়। কিছু আবার প্রত্যাশা পূরণ করতে পারে না, কারণ আসল ছবিটিকে মানুষ ভুলতে পারেন না।” অভিনেত্রী মনে করেন, ‘রঙ্গিলা’ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল বলেই সফল হয়েছিল।

অন্য কোনো অভিনেতা বা পরিচালকের ক্ষেত্রে সেটা আবার নতুন করে সৃষ্টি করা কঠিন হবে বলেই অভিমত ঊর্মিলার। কয়েক বছর ধরে সিনে পর্দায় অনুপস্থিত ঊর্মিলা। তবে রাজনীতিতে বেশ সরব। একসময় কংগ্রেসের হয়ে নির্বাচন করলেও হালে শিবসেনায় যোগ দিয়েছেন এ অভিনেত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?