স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। কোচবিহার ট্রফিকে সামনে রেখে অনূর্ধ্ব ১৯ রাজ্যদল গঠনের জন্য প্রস্তুতি শিবির শুরু করলো রাজ্য ক্রিকেট সংস্থা। রাজ্যের মোট ৫২ জন ক্রিকেটারদের নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই শিবির। ১৫ দিন ব্যাপী চলবে শিবির।
শিবিরের প্রথম দিন ক্লিনিং টেস্ট হবার পর সোমবার থেকে MBB স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে শুরু হয় ৭ দিনের কাউন্সিলিং শিবির। এক সাক্ষাৎকারে দলের কোচ তপন দেব জানান ক্রিকেটার বেশি হওয়ার কারনে কয়েকটি গ্রুপে ট্রেনিং করানো হচ্ছে।
৭ দিন তাদের ট্রেনিং করার পর পরবর্তী সময়ে ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং এর উপর জোর দেওয়া হবে। স্ক্যান ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। কিছু কিছু ট্রেনারের সঙ্গে যোগাযোগ করে ট্রেনিং অব্যাহত রেখেছিল। কিন্তু তা পর্যাপ্ত নয়।
তাই কোচ বিহার ট্রফির আগে রাজ্যদল যাতে পুরোপুরি প্রস্তুত থেকে মাঠে নামতে পারে এবং রাজ্যের জন্য ভাল খেলাটা দিতে পারে তার জন্য এই শিবিড় বলে জানান টি সি এ-র ট্রেনার উত্তম দে ।