টিইউএলএমের জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত আগরতলায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী।। ত্রিপুরা আরবান লাইভলি হুড মিশন প্রকল্প বাস্তবায়নের  লক্ষ্যে আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

এই  র‍্যালির মূল উদ্দেশ্য হলো সুস্থ পরিবেশ, সুস্থ আগরতলা এবং সুস্থ ত্রিপুরা। অর্থাৎ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। এদিন প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধার দিকগুলো তুলে ধরে মানুষকে সচেতন করা হয়।

এদিন পৃথক পৃথকভাবে আগরতলা শহরে স্ব-সহায়ক কর্মীদের দ্বারা র‍্যালি সংঘটিত করা হয়। আগরতলা পুর নিগমের কার্যালয় থেকে সেন্ট্রাল জোনের উদ্যোগে একটি  র‍্যালি শুরু হয়ে মেলারমাঠ, বটতলা, অফিস লেন সহ বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। সেন্ট্রাল জোনের কমিটি অর্গানাইজার সুবোধ কলই বলেন লক্ষ্য মহিলাদের সশক্তিকরণ করে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা।

এদিকে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বাধারঘাট স্থিত দক্ষিণ জোনাল অফিস থেকেও স্ব-সহায়ক কর্মীদের দ্বারা  একটি র‍্যালি সংগঠিত করা হয়। এই র‍্যালিটি বাধারঘাট, মিলনচক্র, অরুন্ধতী নগর এবং ড্রপ গেইট এলাকা পরিক্রমা  করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন  আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের সহ কমিশনার শুভ্র গুপ্ত।

তিনি জানান স্ব-সহায়ক কর্মীরা এই প্রকল্পের মাধ্যমে যে ভাবে  স্বনির্ভর হয়ে উঠছে,  তার বিভিন্ন দিকগুলি তুলে ধরতে এই র‍্যালি সংঘটিত করা হয়েছে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর হতে তিনি এস এস জি গ্রুপে এগিয়ে আসতে আহ্বান জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?