স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ ফেব্রুয়ারী।। ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় আজ বাগমায় ৩৩/১১ কেভি সাব স্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷
সাব স্টেশন উদ্বোধনের পর উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, ত্রিপুরা এখন বিদ্যতে উদ্বৃত্ত রাজ্য৷ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে৷
তিনি বলেন, এই সাব স্টেশনের মাধ্যমে বাগমা বাজার, খামারবাড়ি, শালগড়া, বারভাইয়া, আঠারোভোলা, গর্জনমুড়া, খুপিলং, কড়িয়ামুড়া ইত্যাদি এলাকার প্রায় ৮ হাজার ৪৯০ পরিবার উপকৃত হবেন৷ এই সাব স্টেশন নির্মাণে মোট ব্যয় হয় ৫ কোটি ৭০ লক্ষ টাকা৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে ১ লক্ষ ৩৪ হাজার বাড়িতে বিদ্যৎ সংযোগ দেওয়া হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, সহাকরী সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, টেপানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি ড. এম এস কেলে, অধিকর্তা (কারিগরি) দেবাশিস সরকার, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ৷